Upload By Jyotirmay Dutta at 26th March 2025 ,10:20 Pm IST
বঙ্গবার্তা ব্যুরো,
আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন বা ইউএসসিআইআরএফ-এর রিপোর্টের কড়া সমালোচনা করল দিল্লি।ইউএসসিআইআরএফের ২০২৫ সালের বার্ষিক রিপোর্টে দাবি করা হয়েছে যে ভারতে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য বেড়ে চলেছে।রিপোর্টে ভারতের বিদেশি গোয়েন্দা সংস্থা র’ ( রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং )-এর বিরুদ্ধে বিদেশে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী ও চরমপন্থীদের বিরুদ্ধে “হত্যার ষড়যন্ত্রে” জড়িত থাকার অভিযোগ এনে নিষেধাজ্ঞা আরোপেরও সুপারিশ করা হয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, “ওই রিপোর্টে পক্ষপাতমূলক এবং রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত মূল্যায়ন করার ধারা জারি রয়েছে।” মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন কিছু বিচ্ছিন্ন ঘটনাকে ভুল ভাবে উপস্থাপিত করার চেষ্টা করেছে বলে অভিযোগ নয়াদিল্লির।
ভারত সরাসরি ইউএসসিআইআরএফ-কেই “এনটিটি অফ কনসার্ন” বা উদ্বেগের সংস্থা বলে উল্লেখ করেছে।দিল্লির দাবি ইউএসসিআইআরএফ-কেই বিশ্বব্যাপী উদ্বেগের সংস্থা হিসেবে চিহ্নিত করা উচিত। ভারতের বার্তা গণতন্ত্র ও সহিষ্ণুতার মডেল হিসেবে ভারতের ভাবমূর্তি নষ্ট করার এমন প্রচেষ্টা সফল হবে না।
বিদেশ মন্ত্রক বলেছে, “ইউএসসিআইআরএফ-এর এই রিপোর্টে ভারতের গতিশীল বহুসংস্কৃতিবাদী সমাজ সম্পর্কে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এটি ধর্মীয় স্বাধীনতার সত্যিকারের উদ্বেগ নয়, বরং একটি পক্ষপাতদুষ্ট রাজনৈতিক এজেন্ডা।” মন্ত্রণালয় আরও বলেছে, “ভারত সব ধর্মের ১৪৪ কোটি মানুষের দেশ। কিন্তু ইউএসসিআইআরএফ কখনোই ভারতের এই বহুত্ববাদী কাঠামো বা এখানকার সম্প্রীতিপূর্ণ সহাবস্থানের স্বীকৃতি দেয় না।”