আরজিকর মামলায় সিবিআই দফতর অভিযানে চিকিৎসকরা

পীযূষ চক্রবর্তী,
ফের সিজিও কমপ্লেক্স অভিযান চিকিৎসকদের। সোমবার সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার ও নার্সরা সিবিআই সদর দফতরে ডেপুটেশন জমা দিতে যান।তার আগে অবশ্য কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল। মূলত আরজি কর মামলার দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতেই এদিন মিছিল করেন তারা।
সম্প্রতি সুপ্রিম কোর্ট আরজি কর মামলার শুনানি কলকাতা হাই কোর্টে হবে বলেই জানিয়ে দেয়। তারপরই সক্রিয় হতে দেখা গিয়েছে তদন্তকারীদের। একে একে ৯ আগস্ট ঘটনার দিন হাসপাতালে ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষী, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জেরা করার জন্য তলব করেছে। আদালতের রোষের মুখেও পড়তে হয়েছে সিবিআইয়ের তদন্তকারীদের। এবার ফের পথে নেমেছেন চিকিৎসকরা। দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবি তোলেন তারা। পাশাপাশি এই দিনের মিছিল থেকে সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। চিকিৎসকদের একাংশের অভিযোগ, তদন্তে গাছাড়া মনোভাব দিচ্ছেন কিন্তু তদন্তকারী অফিসাররা। যার ফলে তদন্ত প্রক্রিয়ায় প্রভাব পড়ছে। দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে না পারলে বাকি অভিযুক্তরা রেহাই পেয়ে যেতে পারেন। এদিন পুলিশি ব্যবস্থা এতটাই কড়া ছিল যে গেটের ভেতরে প্রবেশ করতে পারেননি চিকিৎসকরা। পরে অবশ্য কয়েকজন গিয়ে সিজিআই অফিসারদের কাছে ডেপুটেশন জমা দিয়ে আসেন।
উল্লেখ্য, এদিন আরজি কর মামলায় হাই কোর্টের বিচারপতিরও রোষের মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

13:07