আসক্তি আর ভক্তি

অমৃত কথা

বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে, আর সৎ-এ সংলগ্ন থাকাকে ভক্তি বলে।
স্বার্থবুদ্ধির আত্মতুষ্টির অভিপ্রায়ই লোভ – আর লোভই আসক্তি। যে নির্লোভ, সেই অনাসক্ত।
ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে, আর আসক্তি বহুর জন্য এককে ভালোবাসে।
আসক্তিতে স্বার্থে আত্মতুষ্টি, আর ভক্তিতে পরার্থে আত্মতুষ্টি।
ভক্তির অনুরক্তি সৎ-এ, আসক্তির নেশা বৃত্তিস্বার্থজ অহং-এ।
আসক্তি কামের পত্নী, আর ভক্তি প্রেমের ছোট ভগিনী। ‘সত্যানুসরণ’

07:07