বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর:
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরেছে ভারত। ব্যাটাররা ভালো পারফরম্যান্স করলেও হতশ্রী বোলিংয়ের জন্যই ডুবতে হয়েছে ভারতীয় দলকে। প্রথম ইনিংসে বুমরা ৫ উইকেট নিয়েছিলেন। ভারতীয় বোলিং বুমরার উপর কতটা নির্ভরশীল তা এই টেস্টেও প্রমাণিত হয়ে গেল।
এই পরিস্থিতিতে আগামী ম্যাচগুলিতে বুমরার খেলা নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, বললেন ইংল্যান্ড সফরে ভারতের প্রধান বোলার জসপ্রীত বুমরাই। যদিও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তিনি মাত্র ৩টি টেস্ট খেলবেন। প্রথম টেস্ট হারের পর টিম ইন্ডিয়ার কোচ নিশ্চিত করেছেন , পরিকল্পনায় কোনও পরিবর্তন হবে না। তিনি বলেন, দল পরিকল্পনা বদলাবে না। বুমরার ওয়ার্কলোড সামলানো সবার আগে গুরুত্বপূর্ণ। কারণ আগামী দিনে অনেক ক্রিকেট খেলতে হবে ভারতকে। সে ক্ষেত্রে বুমরা কতটা গুরুত্বপূর্ণ তা জানা।
এখানে খেলতে আসার আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ওকে তিনটি টেস্টে খেলানো হবে। যদিও ভারতীয় বোলারদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিশেষ করে সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ দের বোলিং একেবারেই দাগ কাটেনি। প্রথম টেস্টে এই পরিস্থিতিতে গম্ভীর বলেন, ‘এমন নয় যে ওরা নেটে পরিশ্রম করছে না। মাঝেমধ্যে এগুলো হতেই পারে। ব্যাটাররাও ব্যর্থ হয়। আশা করব ওরা এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে। গম্ভীর বলেন, আশা করছি, টেলএন্ডারদের থেকে আরও বেশি রান পাবো। একমাত্র এই কারণে ভারত হারেনি। বাকি অনেকে মুহূর্ত আছে যার জন্য হারতে হয়েছে। আলাদা করে কারোর ওপর দোষ চাপাতে চান নি কোচ গম্ভীর।
অধিনায়ক গিল প্রসঙ্গে তিনি বলেন প্রথম টেস্ট ম্যাচে স্নায়ুর একটা বিষয় থাকে। তবে শুরুতেই, ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া ওর কাছে সম্মানের। সবাই এই সুযোগ পায় না। গিল ভাল করেছে। বিশেষ করে প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছে, ওকে আরও কিছুটা সময় দিতে হবে । ও সবে প্রথম ম্যাচে নেতৃত্ব দিল আমরা আশাবাদী আগামী দিনে ও আরও ভালো নেতৃত্ব দেবে এবং খেলবে।