বঙ্গবার্তা ব্যুরো,
শুক্রবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর পর সূচি অনুযায়ী মুহাম্মদ ইউনূস এবং আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছন। তাদের নিয়ে বিমানের চার্টার্ড ফ্লাইট শুক্রবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে গুতেরেস সরাসরি উখিয়ায় যান। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।

এদিন আন্তোনিও গুতেরেস এদিন উখিয়ায় প্রায় এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন। পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।চার দিনের সফরে বৃহস্পতিবারই বাংলাদেশে পৌঁছেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর। প্রায় সাত বছরের মাথায় দ্বিতীয় দফা বাংলাদেশ সফরে এলেন তিনি। গুতেরেসের এই সফর রোহিঙ্গা সংকটের প্রতি গোটা বিশ্বের মনোযোগ আবারও ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
