ইজরায়েলি হামলায় ১৪৩ ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু

Published By Subrata Halder, 16 May 2025, 04:41 pm

বঙ্গবার্তা ব্যুরো,
গাজাজুড়ে ইজরায়েলি হামলায় একদিনে ১৪৩ জন ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে এই খবর জানানো হয়েছে। জাবালিয়া শরণার্থী ক্যাম্প থেকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, আল-তাওবাহ ক্লিনিকের ওপরের তলায় রোগীরা হতাহত হয়েছেন তাদের মধ্যে শিশুরাও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইজরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৩ হাজার ১০ ফিলিস্তিনি মারা গেছেন। এক লাখ ১৯ হাজার ৯১৯ জন আহত। সরকারি গণমাধ্যমের দেওয়া তথ্যে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছে। তারাও মারা গেছেন বলে আশঙ্কা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১ হাজার ৭০০। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস জঙ্গি হামলায় ইজরায়েলে আনুমানিক এক হাজার ১৩৯ জনের মৃত্যু হয় এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করে হমাস। তার প্রতিশোধের জন্য ইজরায়েলের এই অভিযান বলে সেনা সূত্রে দাবী।

21:27