ইডেনে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারাল ভারত

বঙ্গবার্তা ব্যুরো,
ইডেনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে সহজেই হারাল ভারত। এদিন ভারত টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ইডেনের ঘরের ছেলে মহম্মদ শামিকে ছাড়াই এদিন মাঠে নেমেছিলেন সূর্যকুমার যাদবরা। কিন্তু আর্শদীপ সিংয়ের দুরন্ত বোলিংয়ে প্রথম ওভারেই উইকেট হারায় ইংলান্ড। ওভারের তৃতীয় বলে শূন্য রানে ফেরেন ফিলিপ সল্ট। তৃতীয় ওভারে বেন ডাকেটকে ফেরান আর আর্শদীপ। তারপর কিছুটা ধরে খেলার চেষ্টা করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার ও হ্যারি ব্রুক। দলীয় ৬৫ রানের মাথায় ব্যক্তিগত ১৭ রানে আউট হন ব্রুক। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি ইংরেজরা। ২০ ওভারে ১৩২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। বাটলার ৪৪ বলে ৬৮ রান করেন। ভারতের হয়ে তিনটি উইকেট নেন বরুণ চক্রবর্তী। দুটি করে উইকেট দখল করেন আর্শদীপ, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।
জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। ২০ বলে ২৬ রান করেন সঞ্জু। তিন নম্বরে নেমে তিন বল খেলে শূন্য রান করে আউট হন সূর্য। এরপর তিলক ভার্মাকে নিয়ে খেলা ধরেন অভিষেক। মাত্র ২০ বলে বিধ্বংসী অর্ধশতরান করেন। অভিষেক মাত্র ৩৪ বলে ৭৯ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও আটটি ছয়। ভারত ১২.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে। দুরন্ত বোলিংয়ের জন্য বরুণ চক্রবর্তীকে ম্যান অফ দ্য ম্যাচ করা হয়। ইডেনে জিতে ভারত সিরিজে ১-০ তে এগিয়ে গেল।