ইডেনে মাঠে ঢুকে কোহলির পা ছোঁয়া ভক্তকে গ্রেফতার পুলিশের

পীযূষ চক্রবর্তী,
ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ চলাকালীন বিরাট কোহলির পা ছোঁয়ায় বিরাট ভক্তকে গ্রেফতার করল পুলিশ। ঋতুপর্ণ পাখিরা নামে ওই তরুণকে গ্রেফতার করেছে ময়দান থানা। তার বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকায়। কেকেআর বনাম আরসিবি ম্যাচে হঠাৎই দর্শক ঢুকে পড়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।
গত শনিবার ইডেনে বিরাটের দুরন্ত ইনিংস দেখেছেন দর্শকরা। কেকেআরের বিরুদ্ধে ম্যাচ জেতানো সেই ইনিংস খেলার ১৩ তম ওভারে হঠাৎই নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাটি ঢুকে পড়েন ওই দর্শক। বিরাটের পা ছুঁতে দেখা যায় তাকে। তবে সেই সময় মাঠের মধ্যে থাকা নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলে। ময়দান থানায় নিয়ে যাওয়া হয় ঋতুপর্ণকে। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশের পক্ষ থেকে মামলা করা হলে গ্রেফতার করা হয় জামালপুরের ওই যুবককে। তবে ওই যুবক যে বিরাটের বড় ভক্ত তা তিনি পুলিশকে জানিয়েছেন। এলাকার লোকজনও জানেন তিনি কিং কোহলির কত বড় ফ্যান।

21:28