ইরান ইজরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পরেই কমছে তেলের দাম, শেয়ারবাজার চাঙ্গা

বঙ্গবার্তা ব্যুরো,
ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি দ্বিতীয় দিন কার্যকর থাকায় বিশ্ববাজারে তেলের দাম কমছে। বিশ্ব শেয়ারবাজারে ঊর্ধ্বগতি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পরেই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। বিশেষ করে ইরানের পক্ষ থেকে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিকাঠামো গুলিতে কোনো আঘাত না আসায় স্বস্তি ফিরে এসেছে।
ওয়াল স্ট্রিটের শেয়ারবাজারে সারাদিন জুড়ে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে, যার পিছনে রয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হওয়া।
বি.রাইলি ওয়েলথের প্রধান বাজার বিশ্লেষক আর্ট হোগান বলেন, উত্তেজনা প্রশমিত হওয়ায় বাজার আবার ঘুরে দাঁড়াচ্ছে।
বুধবার ব্যারেলপ্রতি ব্রেন্ট অশোধিত তেলের দাম কমে দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৮৯ ডলারে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম দাঁড়িয়েছে ৬৫ ডলারে।
এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি অবশ্যই বহাল রাখতে হবে।
সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লেখেন, মধ্যপ্রাচ্যে বহুল আকাঙ্খিত স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এটি একটি সুযোগ। ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না এবং তাদের আলোচনার টেবিলে ফিরতে হবে এবং দীর্ঘস্থায়ী সমঝোতার দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।
তিনি বলেন, এই বিষয়ে ন্যাটোতে আজ অন্য নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। ন্যাটোর এই সম্মেলন হচ্ছে নেদারল্যান্ডে।
এর আগে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার বিষয়ে তিনি কাতারের আমিরের সঙ্গে কথা বলেন।

14:03