ইরান ইজরায়েল যুদ্ধবিরতিবহাল রাখার আবেদন ব্রিটেনের

বঙ্গবার্তা ব্যুরো,
ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি অবশ্যই বহাল রাখতে হবে।
সামাজমাধ্যম এক্সএ তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যে বহুল আকাঙ্খিত স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এটি একটি বড় সুযোগ। ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না এবং তাদের আলোচনার টেবিলে বসতে হবে এবং দীর্ঘস্থায়ী সমঝোতার দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।
তিনি বলেন, এই বিষয়ে ন্যাটোতে আজ অন্য নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। ন্যাটোর এই সম্মেলন হচ্ছে নেদারল্যান্ডে।
এর আগ কাতারে আমেরিকার বিমান ঘাঁটিতে ইরানের হামলার ব্যাপারেও তিনি কাতারের আমিরের সঙ্গে কথা বলেছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার সমাজ মাধ্যমে জানিয়েছেন, ইজরায়েল ও ইরান উভয়েই যুদ্ধ বন্ধ চেয়েছিল এবং তা বাস্তবায়িত হয়েছে।
ট্রাম্প বলেন, সব পরমাণু কেন্দ্র ও সক্ষমতা ধ্বংস করা এবং তারপর যুদ্ধ বন্ধ করা আমেরিকার জন্য বড় সম্মানের বিষয় ছিল।
এর আগে তিনি ইরান ও ইজরায়েলের সমালোচনা করেছিলেন। বলেছিলেন, ঘোষিত যুদ্ধবিরতি উভয় দেশই লঙ্ঘন করছে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি যথাযথ ভাবে মেনে চলা হবে বলে জানিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ রায়েল কাটজ।

14:03