ইরান ইজরায়েল যুদ্ধবিরতিতে আপাতত স্বস্তি, তবে প্রতিরক্ষা ক্ষেত্রে তাদের শক্তির প্রমাণ দিয়েছে আলি খোমেনি

বঙ্গবার্তা ব্যুরো,
ইরান ইজরায়েল আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। সপ্তাহ ব্যাপী যুদ্ধে দুই দেশের অনেক ক্ষয় ক্ষতি করেছে। তবে ইজরায়েল যেমন অত্যাধুনিক সমরাস্ত্রের নমুনা দেখিয়েছে, পিছিয়ে থাকেনি ইরান। আকাশপথে ড্রোন ক্ষেপণাস্ত্র ছোঁড়া ছাড়াও সমুদ্রে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি চমক দেবার মত। যার উদাহরণ হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীতে নিজেদের স্বার্থে তারা তৈরি রেখেছে অচৌম্বকিয় মাইন, যে গুলি খুঁজে পাওয়া খুবই কঠিন। তাছাড়াও তাদের ভান্ডারে রয়েছে লিম্পেট মাইন। লিম্পেট ঝিনুকের মত সামুদ্রিক প্রাণী, যারা পাথরের আড়ালে থাকে। এই মাইনও জাহাজের তলায় আটকে দিলে তা জাহাজ কে অকেজো করে দেয়। ইরানের হাতে রয়েছে ভয়ঙ্কর শক্তিশালী
মুরড মাইন, এগুলি জলে ভেসে থাকে, জাহাজের গায়ে লাগলেই বিস্ফোরণ ঘটায়। ঠিক এই রকম আর এক ধরনের মাইন হলো, বটম মাইন যা পাতা থাকে সমুদ্রের তলদেশে সেখান থেকেই সেন্সরের সাহায্যে জাহাজের উপস্থিতি টের পেয়ে বিস্ফোরণ ঘটায়। ইরানের সাবমেরিন গুলি এই মাইন পাততে সক্ষম। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি যুদ্ধের সময়ই বলেছেন, ইরান তাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে আপোষ করবে না।

14:25