ইস্টবেঙ্গলে খেলতে এলো আর্জেন্টিনার ফুটবলার, রক্ষণ শক্তিশালী হল মোহনবাগানের

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
আইএসএল নিয়ে অনিশ্চয়তার মধ্যেই দল গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এসজি। সবুজমেরুন তাদের কোর টিমকে ধরে রাখছে। একই সঙ্গে দলে এসেছে বেশ কিছু নতুন ফুটবলার। তবে, ইস্টবেঙ্গল একেবারে ঢেলে সাজাচ্ছে তাদের দলকে। শেষ কয়েকটি মরশুমে একেবারেই আশানুরূপ ফল দেখাতে পারেনি ইস্টবেঙ্গল। যার পিছনে রয়েছে ভালো দল গঠন না হওয়া। এবার তাই শক্তিশালী তৈরি করে আইএসএলে নামতে চাইছে ইস্টবেঙ্গল।

কেভিন সিবিয়েকে দলে নিতে চলেছে লাল হলুদ । আর্জেন্টিনার ডিফেন্ডার তিনি। খেলেছেন রিভার প্লেট, ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো বালিয়ারেস এর মত ক্লাবে। এবার লাল হলুদ জার্সিতে দেখা যাবে তাঁকে।। ইতিমধ্যেই ইস্টবেঙ্গলে খেলা পাকা হয়ে গিয়েছে ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েল, প্যালস্তাইনের রাশেদ ও মরোক্কার ফুটবলার হামিদ আহদাদের।

মাদিহ তালাল এবং হিজাজি মাহেরের পরিবর্তে একজন সেন্টার-ব্যাক এবং একজন অ্যাটাকিং মিডফিল্ডার ইস্টবেঙ্গলে আসছেন। হিজাজি এবং তালাল যদি ইস্টবেঙ্গল ক্লাবে ফেরেন তবে তাদের খেলতে আগামী বছর জানুয়ারি মাস। লিগামেন্ট চোটের সমস্যায় তিনিও জর্জরিত। চলতি বছর ২৯ শে জানুয়ারি চোট পেয়েছিলেন হিজাজি।
জয় গুপ্তাও নিশ্চিত হয়ে গিয়েছে লাল হলুদে। ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যতদিন না আইএসএল নিয়ে চূড়ান্ত কিছু সরকারিভাবে জানা যাচ্ছে, ততদিন জয় গুপ্তা কেন, কাউকেই চুক্তিপত্রে সই করানো হবে না। কোনও কারণে আইএসএল না হলে ফুটবলারটিকে চুক্তির পুরো টাকা দিতে হবে।

অন্যদিকে দলের শক্তি আরো বাড়াচ্ছে মোহনবাগান। কয়েক মাস ধরে আলোচনার পর লেফট ব্যাক অভিষেক সিংয়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলেছে মোহনবাগান এসজি। সব কিছু ঠিক থাকলে দু’একদিনের মধ্যে মোহনবাগানের জন্য অভিষেককে মেডিকেল টেস্টও দিতে হবে। কয়েকদিন ধরে পাঞ্জাব এফসির এই ফুটবলারকে নিয়ে মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল এবং এফসি গোয়াও টানাটানি করছিল।

ছবি- ইমামি ইস্টবেঙ্গল

19:21