ইমামোগলুর জেল যাত্রায় ফুঁসছে তুরস্ক, ক্ষোভ বাড়ছে এরদোয়ানের বিরুদ্ধে

বঙ্গবার্তা ব্যুরো,
ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুকে জেলে ভরার প্রতিবাদে ফুঁসছে গোটা তুরস্ক।গত ১৯ মার্চ তাকে আটক করা হয়৷ পরে গ্রেপ্তার করে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতের নির্দেশে তাকে মারমারা জেলে নিয়ে যাওয়া হয়েছে।ইমামোগলুর বিরুদ্ধে পৌর চুক্তি সংক্রান্ত দুর্নীতি, চাঁদাতোলা, ঘুস ও অর্থ পাচার ছাড়াও সন্ত্রাসবাদে সমর্থন জোগানোর অভিযোগ আনা হয়েছে৷
বিরোধীরা ইমামোগলুর বিরুদ্ধে এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছে।২০১৯ সালে প্রথমবার ইস্তানবুলের মেয়র নির্বাচিত হন, যা এরদোয়ানের দলের জন্য বড় পরাজয় ছিল। ইমামোগলুর এই বিজয় এরদোয়ানের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হয়। ২০২৪ সালে তিনি বড় ব্যবধানে আবার মেয়র নির্বাচিত হন।


ইমামোগলুর স্ত্রী দিলেক কায়া ইমামোগলুর অভিযোগ, একরেমকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে। দেশের জনগণের সঙ্গে অন্যায় করা হচ্ছে,অবিচার করা হচ্ছে। এর দায়িত্ব এরদোয়ানকে নিতে হবে। এদিকে ইমামোগলুর সমর্থকেরা দেশজুড়ে এক প্রতীকী ভোটের ব্যবস্থা করেছিলেন। নাগরিকদের ইমামোগলুর প্রতি সমর্থন দেখানোর জন্য তুরস্ক জুড়ে প্রতীকী ‘সংহতি বাক্স’ বা ব্যালট বাক্স রাখা হয়৷ প্রায় দেড় কোটি মানুষ এই ভোটে অংশ নিয়েছিলেন।এক কোটি ৩০ লাখ মানুষ ইমামোগলুর সমর্থনে ভোট দিয়েছেন বলে দাবি করা হয়েছে। এই জন সমর্থন এরদোয়ানের ক্ষমতায় থাকার জন্য বড় বিপদের হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

12:58