বঙ্গবার্তা ব্যুরো,
চলতি মরশুমে মার্চের শেষে শুরু হতে চলেছে আইএফএ অনুর্ধ ১৪ নার্সারি ফুটবল টুর্নামেন্ট। নর্থ জোনে এ গ্রুপে খেলবে নিউ ব্যারারকপুর পুরসভা ফুটবল অ্যাকাডেমি কোচিং সেন্টার।জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান বাছাই করা ছেলেদের ট্রায়াল দিয়ে সুন্দর দল তৈরি করেছে পুরসভার ফুটবল অ্যাকাডেমি। ইতিমধ্যেই আচার্য্য প্রফুল্ল চন্দ্র কলেজের ময়দানে জোরকদমে চলছে প্রশিক্ষণ শিবির। ইতিমধ্যেই অনুর্ধ ১৪ দুটি প্রদর্শনী ফুটবল ম্যাচে বিরাট জয় পেয়েছে পুরসভার ফুটবল অ্যাকাডেমির খুদেরা। নিউ বারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহার তত্ত্বাবধানে রবিবার শেষ হল চারদিনের বিশেষ আবাসিক প্রশিক্ষণ শিবির।
অনুর্ধ ১৪ নার্সারি ফুটবল লিগ টুর্নামেন্টে পুরসভার ফুটবল অ্যাকাডেমির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন ইষ্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবলার সঞ্জয় মাঝি। সহকারী কোচ দীপক গাইন, পুর কর্মী শঙ্খ মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। সুন্দর পরিবেশে ছেলেদের থাকা খাওয়া, সুইমিং কোচিং এর বিশেষ ব্যবস্থা।প্রশিক্ষক সঞ্জয় মাঝি জানান আগেও তিনি বিভিন্ন জায়গায় ছেলেদের কোচিং করিয়েছেন কিন্তু নিউ বারাকপুর পুরসভার চেয়ারম্যান এত সুন্দর পরিবেশে সুষ্ঠু ভাবে দায়িত্ব নিয়ে ছেলেদের থাকা খাওয়া সুইমিং, কোচিং এর যে সুব্যবস্থা করেছেন তাতে তিনি অভিভূত ও আনন্দিত।
ময়দানের বড়ো ক্লাব গুলি বিশেষ করে ইষ্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং যেভাবে প্রস্তুতির ব্যবস্থা করে থাকে, তার পরে যদি কেউ করে তাহল নিউ বারাকপুর পুরসভা, আর যার পিছনে মূল চালিকা শক্তি পুরসভার চেয়ারম্যান। আমরা প্রতিজ্ঞাবদ্ধ টুর্নামেন্টে ভালো সফলতা পাব। একশ শতাংশ আশাবাদী টিম খুব ভালো তৈরি হয়েছে। সন্তান সম ছেলেরা যথেষ্ট ট্যালেন্ডেড। চার দিনের বিশেষ আবাসিক শিবির থেকে ছেলেরা আরও উজ্জীবিত হল। আগামীদিনে এই শিবির থেকেই রাজ্যের বড়ো ক্লাব গুলি ও জাতীয় স্তরে খেলতে পারবে এমন খেলোয়াড় উঠেআসবে আশা রাখছেন পুরসভার সাপোর্ট স্টাফরা।
উদীয়মান তরুণ ফুটবলারের সন্ধানে, অনুর্ধ নিউ ব্যরাকপুর পুরসভা ফুটবল অ্যাকাডেমির শিবির
