বঙ্গবার্তা ব্যুরো,
উন্মত্ত জনতার হাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে যাওয়া বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ঘিরে দানা তৈরি হয়েছে নানা রহস্য। ভবনের নিচে সন্ধান মিলেছে দীর্ঘ আরও কয়েকতলা ফ্লোরের। অনেকের দাবি, সেখানেই রয়েছে ‘আয়নাঘর’। আর সেই ‘আয়নাঘর’ খুঁজতেই রবিবার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে চলছে কার্যত এক বিশাল অনুসন্ধান। গোটা এলাকা ঘিরে রেখেছে বাংলাদেশ পুলিশের বিশাল বাহিনী। বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। বাংলাদেশ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানা গেছে।
গত বুধবার কট্টরপন্থীদের হাতে পড়ে গুঁড়িয়ে গেছে বঙ্গবন্ধুর স্মৃতি মাখা গোটা বাড়ি। কার্যত পুরো বাড়িজুড়ে চালানো হয়েছে অবাধ লুটপাট। ইতিহাসের নীরব সাক্ষী হয়ে থাকা এই বাড়িটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ধানমন্ডি ৩২ নম্বর ভবনের পাশের নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে জল তোলার কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। বিভিন্ন সেচযন্ত্র ব্যবহার করে এই কাজ চলছে। তবে এখনো পর্যন্ত কোনও রহস্যজনক কিছু পাওয়া যায়নি। সে দেশের দমকল বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, নিচে প্রচুর জল জমে রয়েছে, ফলে কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ, শেখ হাসিনা সরকারের আমলে এই ‘আয়নাঘরে’ নাকি মানুষকে গুম করা হতো। একবার কেউ গেলে আর ফেরার পথ থাকত না বলেও দাবি করা হচ্ছে। হাসিনা সরকারের পতনের পর থেকেই একাধিকবার এই ‘আয়নাঘর’ সংবাদ শিরোনামে উঠে এসেছে।
ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির নীচে আয়নাঘরের জল্পনা, কাজে নামল দমকল
