মুম্বইয়ে ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু হল মুর্শিদাবাদের চার শ্রমিকের

পীযূষ চক্রবর্তী,
মুম্বইয়ে কাজে গিয়ে মৃত্যু হল চার পরিযায়ী শ্রমিকের। বাণিজ্য নগরীর একটি নির্মীয়মাণ বহুতলের জলের ট্যাঙ্ক পরিষ্কার করাকালীন বিষাক্ত গ্যাসে মৃত্যু হল মুর্শিদাবাদের বাসিন্দা ওই চার পরিযায়ী শ্রমিকের। মৃতের হলেন হাসিবুল শেখ (১৯), রাজা শেখ (২০), জিয়াউল শেখ (৩৬) এবং ইমানদার শেখ (৩৮)। বিষাক্ত গ্যাসে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন শ্রমিক।
জানা গিয়েছে, রবিবার দুপুরে মুম্বইয়ের নাগপাড়া এলাকায় একটি বহুতলের বেসমেন্টে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন ওই শ্রমিকরা। কিন্তু ট্যাঙ্কে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা। তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই চার শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বুরহান নামে এক শ্রমিক। কী গ্যাস ছিল ওই ট্যাঙ্কে তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার দুপুরে এই ঘটনা ঘটলেও পুলিশ বিষয়টি জানতে পারে অনেক পরে। মুম্বই পুলিশের পক্ষ থেকে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
জানা গিয়েছে, প্রথমে ওই ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন দুজন। তারা অসুস্থ হয়ে পড়লে আরও চারজন শ্রমিক সেখানে যায়। একজন শ্রমিক যাহ করে সেখান থেকে পালাতে সক্ষম হলেও বাকিরা সকলেই সংজ্ঞা হারান। খবর পেয়ে পুরসভার কর্মীরা ওই পাঁচজন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চারজনকে মৃত বলে ঘোষণা করা হয়।
এই ঘটনার কথা জানতে পেরে স্বাভাবিকভাবেই ওই শ্রমিকের পরিবারের লোকজন ভেঙে পড়েছেন। স্থানীয় প্রশাসন তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে।