একগুচ্ছ নিয়মের বেড়াজালে স্বাস্থ্যসাথী কার্ড, নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এবার বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। জারি করা হল বিজ্ঞপ্তি। গত কয়েকদিন ধরে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিতর্ক চলছিল। বস্তুত, বিধানসভা স্বাস্থ্যসাথীর টাকার অপব্য়বহারের অভিযোগে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ডাবল চেক করা হয়েছে। স্বাস্থ্যসাথীর টাকার অপব্যবহার ধরা পড়েছে’। সঙ্গে চিকিত্‍সকদের একাংশকে কড়া বার্তা, ‘আপনি কাজও করবে না, টাকাও ঘুরিয়ে নেবেন। ডিপার্টমেন্ট তদন্ত করে ব্যবস্থা নেবে’। 

নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী
হাসপাতালে ভর্তি পর রোগীর ভিডিয়ো তুলে পাঠাতে হবে স্বাস্থ্যভবনে।
স্বাস্থ্যভবনে রোগীর ভিডিয়ো পাঠাতে হবে অস্ত্রোপচারের আগে ও পরেও।
চিকিৎসার প্রতিটি ধাপে রোগী সত্যিই হাসপাতালে আছেন কিনা, নিশ্চিত করতে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে হবে রোগীর জিপিএস লোকেশন।
ছবি, ভিডিও, জিপিএস লোকেশন একবার পাঠানো হয়ে গেলে তা এডিট করা যাবে না।
একই নিয়ম কার্যকর করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস, কেমোথেরাপি ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেও।
অ্যান্ড্রয়েড ফোনের জিপিএস অন করে, পরীক্ষা-নিরীক্ষা শুরু হওয়া মাত্র, নির্দিষ্ট অ্যাপ চালু করতে হবে। পরীক্ষা শেষ হলে সঙ্গে সঙ্গে জিপিএস অন করে অ্যাপ বন্ধ করতে হবে।
যে অ্যাপের মাধ্যমে এই তথ্য পাঠাতে হবে, তা হাসপাতালের ৫০ মিটার ব্যাসার্ধের বাইরে কাজ করবে না।