বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় মহিলা দলের জয়ের ধারা অব্যাহত। রবিবার তিমুর লেস্তেকে ৪-০ গোলে হারিয়ে দিল ভারতের মহিলা ব্রিগেড। মঙ্গোলিয়ার বিরুদ্ধে আগের ম্যাচে রেকর্ড ১৩-০ ব্যবধানে জিতে অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েই নেমেছিল ভারতীয় মহিলা দল ।
সেই ছন্দ বজায় রেখে দ্বিতীয় ম্যাচেও প্রথম মিনিট থেকেই আক্রমণের ঝড় তোলে ‘ব্লু টাইগ্রেসরা’। এই ম্যাচে জোড়া গোল করেন মনীষা কল্যাণ। আরও দু’টি গোল যথাক্রমে অঞ্জু তামাং এবং লিডা কমের। এই জয়ের ফলে ভারতীয় মহিলা দল দু’টি ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে শীর্ষে উঠে এসেছে। ভারতের পর রয়েছে ইরাক। সম সংখ্যক ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪।
যোগ্যতা অর্জনকারী পর্বের শেষে প্রত্যেকটা গ্রুপে যে দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে, তারা আগামী বছর অস্ট্রেলিয়ায় আয়োজিত এশিয়ান কাপ খেলার সুযোগ পাবে।
ভারতের এরপরের ম্যাচ রয়েছে ইরাক ও থাইল্যান্ডের বিরুদ্ধে, তবে ভারতের শুরুটা নিঃসন্দেহে ভাল হল। এই ধারা বজায় রাখলে ২০২৬ সালের এশিয়ান কাপ এবং ব্রাজিল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার স্বপ্ন বাস্তবায়িত হবার কাছাকাছি চলে আসবে ভারতীয় মহিলা ফুটবল।
ম্যাচ জয়ের পর মনীষা বলেন, তিনি খুব খুশি কারণ দল ৩ পয়েন্ট পাওয়ায় । পরবর্তী ম্যাচের আগে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।