Upload By Jyotirmay Dutta at 27th March 2025 ,12:453Pm IST
বঙ্গবার্তা ব্যুরো,
কলকাতা থেকে সোজা ইউরোপ। রাজ্য সরকার এখন এ ধরণের বিমান যাত্রা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। রাজ্যের স্বরাষ্ট্র সচিব, এই বিষয়ে বিভিন্ন বেসরকারি বিমান সংস্থার সঙ্গে বৈঠক করেছেন।
কলকাতা থেকে আরও আন্তর্জাতিক বিমান পরিষেবা বাড়াতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে তারা কাজ শুরু করেছে। একদিকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব যেমন বিমান সংস্থাগুলির সঙ্গে বৈঠক করছেন তেমনই কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন দফতরের সঙ্গে এই বিষয়ে কথা বলবে। রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাচ্ছে যাতে তারা কলকাতা থেকে আরও বেশি আন্তর্জাতিক উড়ান চালু করার বিষয়ে উদ্যোগী হয়।
এক সময় কলকাতা থেকে বেশ কিছু বিমান সংস্থা সরাসরি ইউরোপ যাওয়ার পরিষেবা দিত। যার মধ্যে রয়েছে ব্রিটিশ এয়ার ওয়েজ। তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগেই তারা সেই পরিষেবা বন্ধ করে দেয়। এই বিষয়টি নিয়ে লন্ডন সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের নজরে আনেন। মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে প্রস্তাব দেওয়ার পরেই রাজ্যের প্রশাসনিক কর্তারাও এই বিষয়ে উদ্যোগী হয়েছেন।