Published By Subrata Halder on 16 April 2025 at 02:14pm
বঙ্গবার্তা ব্যুরো,
দিল্লির দূষণ নিয়ে সবাই চিন্তিত। কেন্দ্রীয় সরকার থেকে দিল্লি সরকার সবাই ভেবে আকূল কীভাবে কমানো যায় দিল্লির দূষণ। এবার সেই তালিকায় জুড়ে যাচ্ছে কলকাতার নামও ।
সম্প্রতি এক সমীক্ষা রিপোর্ট সামনে আসার পর থেকেই কলকাতার দূষণ নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের। সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে কলকাতার বাতাসে উদ্বেগজনক ভাবে বাড়ছে দূষণের মাত্রা। দ্রুত এই দূষণ নিয়ন্ত্রণ করা না গেলে আগামী দিনে কলকাতাবাসীদের স্বাস্থ্যের ওপর তা মারাত্বক প্রভাব ফেলবে।
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তারা বলেছেন, এই সমস্যার মোকাবিলা করতে গেলে সবচেয়ে আগে দরকার নাগরিক সচেতনা। শুধুমাত্র আইন বা নিয়ম করে দূষণের মোকাবিলা করা যাবে না।
‘দ্যা এনার্জি অ্যান্ড রিসোর্স ইন্সস্টিটিউট’ নামে এক সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়েছিল পর্ষদ। তাদের রিপোর্টে দূষণের মারাত্বক দিক উঠে আসে। কলকাতার দূষণের কারণ হিসেবে তারা বেশ কয়েকটি বিষয়ের উল্লেখ করেছে।
প্রথমেই আছে সঠিক ভাবে আবর্জনা না ফেলা এবং তা জমে থাকা। শহরের যত্রতত্র তোলা উনুনের রান্না। অসংখ্যা খাবারের দোকানে জ্বালানি ব্যবহারের নিয়ম না মানা। শহরের বিভিন্ন জায়গায় যে বহুতল নির্মাণ হয় তার ধুলো উড়ে বেড়াচ্ছে। এই ধরণের নির্মাণের জন্য যে নিয়ম মানার কথা অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হয় না।
পর্ষদ কর্তাদের বক্তব্য এইসব শুধু আইন মেনে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সাধারণ মনুষকে সচেতন হতে হবে। তাদেরও শহরকে দূষণ মুক্ত রাখতে এগিয়ে আস তে হবে। যদিও এই সব উপদেশই
সার, কেউই এই বিষয়ে সচেতন নন। নির্বিচারে গাছ কাটা, জঞ্জাল ফেলা সবই চলে