বঙ্গবার্তা ব্যুরো,:
মনে পড়ে ২০০২ সালে ঝড় তোলা হিন্দি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ , সেই আবেদনময়ী মডেলকে ? এই অভিনেত্রী ও মডেল হলেন শেফালি জরিওয়ালা। শুক্রবার তার আকস্মিক মৃত্যু হয়, বয়স হয়েছিল ৪২ বছর।
রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বেশ আগেই তার মৃত্যু হয়েছে। শনিবার ভোরে শেফালির মরদেহ মুম্বাইয়ের একটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
২০০২ সালে বিয়ে করেন শেফালি। তবে তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিচ্ছেদের পথে বেছে নেন। এই ঘটনার কয়েক বছর পর প্রেমিক পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে নাচ বালিয়ে এর পঞ্চম সিজনে অংশ নিয়েছিলেন শেফালী। ২০১৫ সালে বিয়ে করেন পরাগকে। বিগ বস্ ১৩ এ প্রতিযোগী ছিলেন শেফালি। স্বামী পরাগকে নিয়ে সুখেই কাটছিল তার। এর মধ্যেই হঠাৎ এল তার মৃত্যুর খবর।
বিপুল পরিচিতির মধ্যদিয়ে ২০০৪ সালে বলিউডে অভিষেক হয় শেফালির। অভিনয় করেন ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে সেটিও অতিথি চরিত্রে। তাকে দেখা গেছে ৩৫ টির বেশি হিন্দি মিউজিক ভিডিওতে। নাচ ও অভিনয় প্রতিভা ছিল শেফালির।তার আকস্মিক মৃত্যুতে শোক তার ফ্যানদের মধ্যে।