কৃষ্ণসাগরে সংঘাত বন্ধে রাশিয়া ও ইউক্রেন সম্মত, জানিয়ে দিল হোয়াইট হাউস
Uploded By Jyotirmay Dutta, At 26th March, 1:55 Pm
বঙ্গবার্তা ব্যুরো,
তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় কিছুটা অগ্রগতিই হল এবার। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দু- বিষয়ে ঐকমত্যে পৌঁছায় মস্কো ও কিয়েভ। জানা গেছে কৃষ্ণসাগর বা ব্ল্যাক সিতে নৌযানে হামলা বন্ধে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। একে–অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর বিষয়েও একমত হয়েছে দুই দেশ। মঙ্গলবার সৌদি আরবে মার্কিন কর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।হোয়াইট হাউস দুটি আলাদা বিবৃতিতে রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির কথা জানিয়েছে।
দুটি বিবৃতিতেই বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট প্রতিটি দেশ ‘কৃষ্ণ সাগরে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে, বলপ্রয়োগ বন্ধ করতে এবং সামরিক উদ্দেশ্যে বাণিজ্যিক জাহাজের ব্যবহার রোধ করতে সম্মত হয়েছে।’ অন্যদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি কিয়েভে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, ইউক্রেন ও রাশিয়া কৃষ্ণ সাগরে সামরিক শক্তি ব্যবহার বন্ধ করতে সম্মত হয়েছে। তবে তাঁর মতে এই চুক্তি একটা প্রথম পদক্ষেপ।তবে, মস্কো তাৎক্ষণিকভাবে এই বিবৃতির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। তিনি দ্রুত যুদ্ধ বন্ধের পক্ষে। তবে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের আশঙ্কা পুতিনের সঙ্গে ট্রাম্প এমন একটি চুক্তি করতে পারেন, যাতে রাশিয়ার দাবির কাছে নতি স্বীকার করা হবে। এতে ইউরোপের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। কিয়েভের প্রতি এককাট্টা সমর্থনের বদলে এখন মস্কোর প্রতি বেশি সহানুভূতিশীল ওয়াশিংটন।