বঙ্গবার্তা ব্যুরো,
২০২৪ সালের সাহিত্য আকাদেমির তালিকা প্রকাশ নিয়ে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়ে গেছে। এবার ২৩টি ভাষায় সাহিত্য আকাদেমি পুরস্কার দেওয়া হয়েছে। তাতে বাংলার কেউ নেই। তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সাহিত্য আকাদেমি পুরস্কার বহুদিন ধরেই দেওয়া হয়। প্রায় ৫২ বছর ধরেই দেশের সাহিত্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। সাহিত্য আকাদেমির দীর্ঘ ইতিহাসে এবারই প্রথম বাংলার কেউ নেই।কেন নেই তার কোনো স্পষ্ট জবাব আকাদেমি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায় নি।
আকাদেমির সভাপতি থেকে সচিব, প্রত্যেকেই বিষয়টি এক প্রকার এড়িয়ে যাচ্ছেন। এর ফলে পুরো বিষয়টায় রাজনীতির যোগ রয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে বাংলার তৃণমূল সরকারের সম্পর্ক ভালো নয়। অনেকের মত তারই প্রভাব পড়েছে পুরস্কার প্রাপকদের তালিকায়।
শুধু সাহিত্য আকাদেমিই নয় প্রজাতন্ত্র দিবসের ট্যবলো নিয়েও কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব লেগেই থাকে। উদাহরণ আছে একাধিক বার কেন্দ্র রাজ্যের ট্যাবলো নিয়ে আপত্তি তুলেছে। এবার সাহিত্য ক্ষেত্রেও তার ছায়া দেখা যাচ্ছে বলেই ওয়াকিবহাল মহলের ধারণা।
কেন নেই বাংলার কেউ জবাব নেই আকাদেমির
