খোদ কলকাতায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে মহিলাকে যৌন হেনস্থা

পীযূষ চক্রবর্তী,
নারকীয় ঘটনার সাক্ষী থাকল কলকাতা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল বেলেঘাটায়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে বেলেঘাটার বারোয়ারিতলা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য ছড়ায়। পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। এদিন দুপুরে ওই মহিলাকে বারোয়ারি তলার একটি বাড়িতে আটকে রেখে যৌন হেনস্থা করছিল এন্টালির বাসিন্দা ওই ব্যক্তি। তাকে ওই ব্যক্তি অশালীন মন্তব্যও করছিল। মারধর করা হয় বলেও অভিযোগ। অভিযুক্তের কাছে আগ্নেয়াস্ত্র থাকায় নির্যাতিতা প্রতিবাদ করার সাহস পাননি। পরে বাড়িতে গিয়ে সব কথা খুলে বলেন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হন এলাকার লোকজন। এরপর পরিবারের লোকজন ওই ব্যক্তির বিরুদ্ধে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে কার্তুজ সহ আগ্নেয়াস্ত্রটি। ধৃতকে আজ আদালতে তোলা হবে।
খোদ কলকাতার বুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে যৌন নির্যাতনের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কলকাতা পুলিসের তরফে মহিলার নিরাপত্তা ও দোষীর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।

10:36