খোলা হাওয়া লাগিয়ে পালে চলেছে মোহনবাগানের নৌকা:

Upload By Jyotirmay Dutta at 26th March 2025 ,10:22 Pm IST

বঙ্গবার্তা ব্যুরো,
আইপিএলের হাওয়া মোহনবাগান সুপারজায়ান্টের অনুশীলনে। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে দলের প্র্যাকটিসের আগে জেমি ম্যাকলারেন,জেসন কামিন্স,দিমিত্রি পেত্রাতোস,আলবার্তোরা ক্রিকেটে মজলেন। খেলায় অংশ নিলেন গ্রেগ স্টুয়ার্ট। সবুজ মেরুন শিবিরে ম্যাকলারেন,কামিন্স,পেত্রাতোস,আলবার্তো,
স্টুয়ার্টরা যথাক্রমে অস্ট্রেলিয়া এবং স্কটল্যাণ্ডের মানুষ। ম্যাকলারেনের সঙ্গে বন্ধুত্ব রয়েছে অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গারের। ফলে ক্রিকেট সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে তাদের। আইপিএল চলছে। ফলে ফুটবলার হলেও ক্রিকেটের প্রতি ভালোবাসা রয়েছে। তাই ওয়ার্ম আপের আগে ব্যাট বল নিয়ে নেমে পড়েছিল সবুজ মেরুনের অজি ব্রিগেড। সঙ্গে যোগ দিলেন স্কটিশ তারকাও।

12:50