গণধর্ষনের প্রতিবাদে দক্ষিণ কলকাতায় বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা

বঙ্গবার্তা ব্যুরো, অনির্বাণ বৈঠা

সাউথ কলকাতা ল কলেজে, আইন পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে কসবা থেকে গড়িয়াহাট মোড়,পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রা করল বিজেপি। দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মশাল মিছিল করেন বিজেপি নেতা ও সমর্থকরা।নেতৃত্ব দেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গড়িয়াহাট মোড়ে মিছিল পৌঁছলে পুলিশ পথ আটকায়। সেখানেই ম্যাটাডোরের উপরে উঠে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা। তিনি বলেন আগামী ২রা জুলাই কসবা থানা অভিযান করবে বিজেপির যুব মোর্চা। সেদিন পুলিশ বাধা দিলে তারা মানবেন না। পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কন্যা সুরক্ষা যাত্রা করবেন।

রাজ্যজুড়ে, আগামী এক সপ্তাহ কন্যা সুরক্ষা যাত্রা চলবে বলেন শুভেন্দু অধিকারী। আগামী ৯ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন ঐদিন ১ বছর পূর্ণ হতে চলেছে আরজি কর হাসপাতালের পড়ুয়া চিকিৎসক অভয়া ধর্ষণ খুনের বিচারহীন একটি বছর। সেই দিন তার মা-বাবার কাছে অনুরোধ দল মত নির্বিশেষে ওই দিনটি নবান্ন অভিযানের ডাক দিন , অভয়ার মা-বাবাকে তিনি বলবেন আগামী কাল অথবা পরশু মধ্যে এবং ৯ আগস্ট পশ্চিমবাংলা আপামর জনগণকে আহ্বান নবান্ন অভিযানে শামিল হওয়ার।

ল কলেজের ছাত্রী গণধর্ষণে ভারতীয় জনতা পার্টির আন্দোলন জারি থাকবে বলে জানান শুভেন্দু অধিকারী।