Posted By Jyotirmay Dutta At 26th March ,3:51Pm
বঙ্গবার্তা ব্যুরো,
ওরা যুদ্ধ ক্লান্ত,কেউ কেউ সর্বহারা।একটা যুদ্ধ কেড়ে নিয়েছে ঘরবাড়ি,প্রিয়জনকে।ভালভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখা শেষ হয়ে গেছে কবেই।যে কোনও দিন হতে পারে মৃত্যু। সেই যুদ্ধবিধ্বস্ত গাজ়ার রাস্তায় নামলেন শত শত প্যালেস্তেনীয়।তাঁদের মুখে হামাস বিরোধীতা।তাঁরা চান দ্রুত শেষ হোক এমন যুদ্ধ।
গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো হামাসের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ দেখা গেল। শত শত মানুষ রাস্তায় নেমে হামাসের ক্ষমতা ছাড়ার দাবি জানান।তবে এর মাঝেই মুখোশ পরা ও অস্ত্রধারী হামাস যোদ্ধারা লাঠি নিয়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। তারা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং বেশ কয়েকজনকে মারধরও করে।হামাস সমর্থকরা এই বিক্ষোভকে গুরুত্বহীন বলে দাবি করছে এবং অংশগ্রহণকারীদের ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দিচ্ছে। হামাস এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
বিক্ষোভকারীদের একজন বলেছেন, “আমরা কারও স্বার্থরক্ষার জন্য জীবন দিতে রাজি নই। হামাসের উচিত জনগণের কথা শোনা।” তবে কারা এই বিক্ষোভের আয়োজন করেছেন তা এখনও স্পষ্ট নয়।যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামাসের বিরুদ্ধে গাজায় প্রকাশ্যে সমালোচনা বেড়েছে, যদিও সংগঠনটির প্রতি এখনো অনেক মানুষের সমর্থন রয়েছে। তবে প্রকৃতপক্ষে হামাসের প্রতি সমর্থন কতটা কমেছে, তা নির্ণয় করা কঠিন।বোঝা যাচ্ছে বার বার এই ইজ়রায়েলি হামলায় ‘ক্লান্ত’ প্যালেস্তেনীয়রা পথে নেমেছেন হামাসের বিরুদ্ধে।