গাজায় বিস্ফোরনে ৭ ইজরায়েলি সেনার মৃত্যু

বঙ্গবার্তা ব্যুরো,
ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার খান ইউনিস শহরে মঙ্গলবার একটি সাঁজোয়া গাড়িতে বিস্ফোরণে তাদের কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সাত সেনার মৃত্যু হয়েছে।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইজরায়েলি সেনারা একটি সামরিক অভিযান চালানোর সময় তাদের সাঁজোয়া গাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হয়, গাড়িতে আগুন ধরে যায়।
ঘটনাস্থলে থাকা আইডিএফ সেনারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং সাঁজোয়া গাড়িটি সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এদিন সন্ধ্যায় ওই ব্যাটালিয়নের এক সেনা জওয়ান দক্ষিণ গাজায় এক পৃথক ঘটনায় মারাত্মকভাবে আহত হন বলে জানিয়েছে আইডিএফ।
ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেও গাজায় আগ্রাসন বন্ধ করেনি ইজরায়েল। সমানতালে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। গাজার বিভিন্ন চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, সেখানে ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনের ওপর গুলি চালিয়েছে ইজরায়েল।

13:47