এবারের বাফটায় বাজিমাত করল কারা, দেখে নিন একঝলকে

বঙ্গবার্তা ব্যুরো,
চলতি বছরে বাফটা ফিল্ম অ্যাওয়ার্ড ২০২৫- এর আসরে সেরা ছবির পুরস্কার জিতে বাজিমাত করল ‘কনক্লেভ’। এডওয়ার্ড বার্গারের এই সিনেমাটি তৈরি হয়েছে ২০১৬ সালে প্রকাশিত রবার্ট হ্যারিসের উপন্যাস অবলম্বনে। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসেছিল ৭৮তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বা বাফটার আসর। সর্বোচ্চ ১২টি মনোনয়ন পেয়েছিল ‘কনক্লেভ’। এই অনুষ্ঠানে এবার সাত টি বিভাগে পুরস্কার জিতেছে, ক্রিস্টোফার নেলোনের ওপেনহাইমার।


‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন ব্র্যাডি করবেট। হাঙ্গেরির গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক তরুণ স্থপতির গল্প নিয়ে তৈরি এই সিনেমা। সেরা অভিনেতা হয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। ‘দ্য ব্রুটালিস্ট’-এ অভিনয় করেই এই সম্মান মিলেছে তাঁর।


শন বেকারের ‘আনোরা’ সিনেমার জন্য সেরা প্রধান অভিনেত্রী হয়েছেন মাইকি ম্যাডিসন। সেরা পার্শ্ব অভিনেত্রী জো সালদান, এমিলিয়া পেরেজ । চলতি বছর গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ চার পুরস্কার জিতেছে ‘এমিলিয়া পেরেজ’। বাফটায় সেই সিনেমা জিতেছে সেরা ইংরেজি ছাড়া অন্য ভাষার সিনেমার পুরস্কার। সেরা ব্রিটিশ শর্ট অ্যানিমেশন হয়েছে ওয়ান্ডার টু ওয়ান্ডার।