চাকরিহারাদের লাঠি ও লাথি খেয়ে আন্দোলন নাটক বলে বিদ্রূপ মেয়রের

Published By Subrata Halder, 17 May 2025, 05:44 pm

বঙ্গবার্তা ব্যুরো
বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের তীব্র সমালোচনা করলেন মেয়র ফিরহাদ হাকিম। আজ নেতাজী ইনডোর স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন আন্দোলন করে কোর্টের রায় বদলানো যাবে না। টিভিতে মুখ দেখানোর তাগিদে এসব করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর শিক্ষকরা আস্থা রাখলে সমস্যার সমাধান সহজ হতো ।
ফিরহাদের মতে, আন্দোলন করলে আইনি সমস্যা হতে পারে । তার দাবি, মুখ্যমন্ত্রীর কথায় অনেকেই ভরসা রেখেছেন। যারা বিভ্রান্ত হচ্ছেন এবং টিভিতে মুখ দেখাতে চাইছেন তারাই এইভাবে নাটক করছেন।
মন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধীতা করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তারা বলেন সামান্য মানবতা বোধ থাকলে তিনি এই ধরনের মন্তব্য করতেন না। পাশাপাশি শিক্ষকরা বলেন, কোন অবস্থাতেই তারা নতুন করে চাকরির পরীক্ষায় বসবেন না। একই কাজের জন্য তারা বারবার পরীক্ষা দিতে রাজি নন। তারা হকের চাকরি ফেরত চাইছেন।
বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের সামনে চাকরি-হারা যোগ্য শিক্ষকরা আন্দোলনে বসেন। তাদের দাবি তাদের হকের চাকরি ফিরিয়ে দিতে হবে। বিক্ষোভ চলার সময় বিকাশ ভবনে কর্মরত কর্মীরা আটকে পড়েন। তাদের মধ্যে একজন অন্তসত্ত্বা মহিলা ছিলেন। যদিও শিক্ষক রা এই অভিযোগ মানতে নারাজ। তারা দাবি করেছেন বিকাশ ভবনের ভেতরে কোন সন্তান সম্ভবা মহিলা আটকে ছিলেন না। তারা এও বলেন, পুলিশ কীভাবে লাঠি চালিয়েছে তা সবাই দেখেছেন। শিক্ষকদের ওপর পুলিশের লাঠি পড়ছে এর চেয়ে বড় লজ্জা আর কী হতে পারে। তবে ফিরহাদ হাকিমের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে
হাইওয়ে অবরোধ করে বসে থাকতেন তখন তাদের এই বোধ কোথায় ছিল। সেই আন্দোলনে তো বহু মানুষের অনেক ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে। যে আন্দোলন ছিল নিছক ব্যাক্তি স্বার্থে, তখন তো ওনারা সকলেই নেত্রীর অবরোধে সামিল ছিলেন, এখন হঠাৎ মহান হয়ে গেলেন কিভাবে।

22:11