বঙ্গবার্তা ব্যুরো,
২০২৫ এর চ্যাম্পিয়নস ট্রফি জয়ী হল ভারত। ফাইনালে তারা নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারাল। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাটিং বিপর্যয়ের কারণে তারা বড় রান করতে পারেনি। ভারতের সামনে তারা ২৫২ রানের টার্গেট রাখে।

এদিন নিউজিল্যান্ডের হয়ে বড় রানের ইনিংস কেউ গড়তে পারে নি। ফলে তারা বেশি রান করতে ব্যর্থ হয়। তবে দলের হয়ে দু জন অর্ধশত রান করেন।তবে নিউজিল্যান্ডের বিপদজনক ব্যাটসম্যান রাচিনকে ৩৭ রানে ফিরিয়ে দেন কুলদীপ।কুলদীপের বলেই আউট হন উইলিয়ামস।লাথামের উইকেট তুলে নেন জাদেজা।তবে ভারতের ফিল্ডিং মোটেও ভাল ছিল না। রোহিত এবং শুভমান গিল দুজনেই ক্যাচ মিস করেন। নিউজিল্যান্ডের সেট হয়ে যাওয়া জুটি ভেঙে দেন বরুণ। তাঁর বলে বোল্ড আউট হন ফিলিপ্স।ফাইনালে ভারতের স্পিনাররা সফল হলেও ব্যর্থ পেসাররা। শামি বা পান্ডিয়া তেমন সুবিধা করতে পারেন নি।
ভারতের হয়ে রোহিত শর্মা প্রথম থেকেই চালিয়ে খেলতে শুরু করেন। ৭৬ রানের ইনিংস খেলেন তিনি।তবে ভারতও এক সময় একটু চাপে পড়ে গিয়েছিল। তাদের পর পর কয়েকটা উইকেট পড়ে যায়।এদিন বিরাট কোহলি ব্যর্থ হন। মাত্র এক রানে এল বি ডব্লু আউট হন তিনি।ভারতকে চাপের মুখ থেকে ফেরায় শ্রেয়স- অক্ষর জুটি। তবে শেষ পর্যন্ত জয় আসে লোকেশ রাহুল এবং হার্দিক পান্ডিয়ার জুটি থেকে। তাদের অভিঞ্জতা ম্যাচ জেতাতে সাহায্য করে। হার্দিক আউট হলেও জয়ের রান তুলে নেয় ভারত।
