চ্যাম্পিয়নস ট্রফি শেষ এবার লড়াই আইপিএল এর ময়দানে

বঙ্গবার্তা ব্যুরো,
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। এবার আইপিএলের ঢাকে কাঠি। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া ক্রিকেটাররা যোগ দেওয়ার তোড়জোড় শুরু করেছেন। লম্বা টুর্নামন্টের ঝক্কি সামলে সামান্য বিশ্রাম নিয়ে ক্রিকেটাররা তাদের ফ্র্যাঞ্চাইজি দলে যোগ দেবেন। ২২মার্চ থেকে আইপিএল শুরু। এবছর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হবে। এবারই প্রথমবার আইপিএলের উদ্বোধন কলকাতায়। হাইভোল্টেজ ম্যাচ দিয়ে আইপিএল শুরু হতে চলেছে। চ্যাম্পিয়ন নাইটরা প্রথম ম্যাচেই বিরাট কোহলির মুখোমুখি। এই বছরের আইপিএল নাইটদের কাছে বড় চ্যালেঞ্জ। কারন কোচ থেকে ক্রিকেটার,অনেকেই নতুন। ফলে গত মরসুমের দাপট ধরে রাখতে প্রথম ম্যাচ থেকেই ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে কেকেআরকে। আগামী ১২মার্চ থেকে কলকাতা নাইট রাইডার্স তাদের চুড়ান্ত প্রস্তুতি শুরু করবে। প্রথম দুদিনের মধ্যেই মেন্টর ড্যারেন ব্র্যাভো,কোচ চন্দ্রকান্ত পণ্ডিত,সহকারী কোচ ওটিস গিবসন চলে আসবেন। আন্দ্রে রাসেল, সুনীল নারাইন,ভেঙ্কটেশ আইয়ার,রামনদীপ সিং সহ প্রায় পুরো দল চলে আসবে। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যস্ত ছিলেন বরুন চক্রবর্তী,হর্ষিত রাণা ও স্পেনসার জনসন তাই তারা কয়েক দিন পরে যোগ দেবেন। আইপিএলের কথা মাথায় রেখে ইতিমধ্যে কয়েক দফা শিবির করেছে। সেই সময় যাদের পাওয়া গিয়েছিল তাদের নিয়েই নাইট শিবির হয়েছে। এবার দশ দিনের চুড়ান্ত শিবির। যা হবে ইডেনে।

01:12