বঙ্গবার্তা ব্যুরো,
শুধু রাজনৈতিক স্টান্টবাজি – বাংলাদেশে ছাত্রনেতাদের অভিযোগের এমনই জবাব দিল সে দেশের সেনাবাহিনী। সম্প্রতি বাংলাদেশের সেনার দিকে আঙুল তুলে বিস্ফোরক দাবি করেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে সেনা নাকি চাপ সৃষ্টি করেছে তাঁদের ওপর।এর জন্যে ক্যান্টনমেন্টে নাকি গোপন বৈঠকও হয়েছিল। সেখানে সেনার উচ্চপদস্থ এক কর্তা তাদের ধমক দেন বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার হাসনাত আবদুল্লাহ এক পোস্টে লেখেন, “ ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে।” আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই নতুন করে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ।

আর এহেন অভিযোগের পরিপ্রেক্ষিতেই মুখ খুলেছে বাংলাদেশ সেনা।সুইডেনভিত্তিক নেত্র নিউজকে এই বিষয়ে সেনাবাহিনী বলেছে, ‘হাসনাত আবদুল্লাহর পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্টবাজি বৈ অন্য কিছু নয়।এটা শুধু রাজনৈতিক স্টান্টবাজি।’ সেই প্রতিবেদনে বলা হয়েছে, হাসনাতের দাবি মতো গত ১১ মার্চ সেই বৈঠকটি সত্যি হয়েছিল। তবে আওয়ামি লিগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্যে চাপ দেওয়ার যে অভিযোগটি উঠেছে, সেই বিষয়টি সেনার তরফে অস্বীকার করা হয়েছে। সেনার তরফ থেকে জানানো হয়েছে, সারজিস এবং হাসনাতই চেয়েছিলেন বৈঠক করতে। সেই মতো সেনাপ্রধান তাঁদের সময় দিয়েছিলেন।
এদিকে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে যে পোস্ট করেন, তাতে দ্বিমত প্রকাশ করে আবার পোস্ট লরেছেন এনসিপির আরেক সংগঠক সারজিস আলম। রোববার পোস্টে সারজিস আলম সেনার মতকে সমর্থন করেই লিখেছেন যে, ‘সেদিন (১১ মার্চ) সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি।’তিনি আরও লিখেছেন, “রিফাইন্ড আওয়ামী লীগের” জন্য “চাপ দেওয়ার” যে বিষয়টি এসেছে সেখানে “চাপ দেওয়া হয়েছে” এমনটি আমার মনে হয়নি।