বঙ্গবার্তা ব্যুরো,
জয় শাহকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত। সেই সময় বোর্ডের সচিব ছিলেন জয় শাহ। অমিত শাহের পুত্র অবশ্য আরও দুবছর সচিব ছিলেন বোর্ডের। ২০২২ সালে সৌরভের পরিবর্তে রজার বিনিকে বিসিসিআই সভাপতি করা হয়। জয় শাহের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল।
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ক ও প্রাক্তন বোর্ড সভাপতি জানালেন, জয়ের কাজ করার নিজস্ব পদ্ধতি ছিল। ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য অনেক কিছু করতে চাইত। ওর কাছে সেই ক্ষমতা, সব রকমের সুযোগ ছিল। কিছুক্ষেত্রে ওকে জেদী মনে হয়েছে। কিন্তু সবটাই ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য করেছে।
নিজের সঙ্গে জয়ের সম্পর্ক প্রসঙ্গে সৌরভ বলেন,
আমাদের সম্পর্ক খুবই ভালো ছিল, এখনও রয়েছে। জয় যখন ২০১৯ সালে বিসিসিআই তে আসে, তখন ছিল তরুণ এবং সবসময় দলগত কাজে বিশ্বাস করত। কাজ নিয়ে অনেক সময়ই মত বিরোধ হত। কিন্তু সেটা ক্রিকেটের স্বার্থেই । এখন জয় আইসিসির সর্বোচ্চ পদে। জয় শাহ একজন সৎ ব্যক্তি। সব কিছু সঠিক করাই ওর লক্ষ্য।
সৌরভ বলেন, আমাদের সম্পর্ক তখনও ভালো ছিল, এখনও আছে। ও সবসময় ক্রিকেটার দের সমর্থন করে। সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালো কাজ করছে। ওর উপর কী চাপ আছে, সেটা জয় জানে। তাই সবসময় যথাযথ ও নিখুঁতভাবে করতে চায়।
আইসিসির চেয়ারম্যানকে নিয়ে অকপট সৌরভ, কি বললেন প্রাক্তন ভারত অধিনায়ক !
