বঙ্গবার্তা ব্যুরো,
বাবাকে টাকা চেয়ে না পাওয়ায় মুখে বালিশ চাপা দিয়ে ৭৪ বছরের বৃদ্ধ ললিত কুমার অধিকারীকে খুন করলো ছেলে অসিত অধিকারী। অভিযুক্ত পুত্র অটো চালক। ঘটনাটি ঘটেছে বরানগর থানা এলাকার শিশির কুমার দা রোডে। মৃত ললিত অধিকারীর মেয়ে জানান, ভাই নেশা করত। গতকাল মাঝরাতে নেশাগ্রস্ত অবস্থায় বাবার কাছে এসে টাকা চায়। বাবা সেই টাকা না দেওয়ায় বৃদ্ধ বাবার মুখে বালিশ চেপে ধরে। অল্প পরেই তার মৃত্যু হয়। দিদির অভিযোগ, ভাই শশুর বাড়িতে থাকে মাঝেমধ্যে এই বাড়িতে আসত l কাল তারা বুঝতে পারিনি এমন ঘটনা ঘটবে। তবে বাবাকে মেরে ছেলে বরানগর থানায় গিয়ে আত্মসমর্পণ করে । ঘটনাস্থলে আসে বরানগর থানার অফিসাররা। হতবাক স্থানীয় বাসিন্দারা, ৫২ বছর বয়সী ছেলের হাতে টাকার জন্য খুন হতে হলো বাবাকে। অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছেন
তারা।
টাকার লোভে ছেলের হাতে বাবা খুন
