টি২০ বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তি তে স্মৃতি চারনা রোহিত শর্মার

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
২৯ শে জুন ভারতীয় ক্রিকেট ইতিহাসে স্মরণীয় দিন। কারণ এই দিনেই, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে টি ২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। রুদ্ধশ্বাস ফাইনালে রোহিত শর্মার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত ঘরে তুলেছিল টি ২০ বিশ্বকাপ। ম্যাচের দিন সকালের কথা তুলে ধরলেন অধিনায়ক রোহিত শর্মা।

এক সাক্ষাতকারে তিনি বলেন, সকাল সাড়ে আটটা থেকে ন’টার মধ্যে আমাদের হোটেল থেকে মাঠে যাবার কথা ছিল। তবে আমার ঘুম ভাঙে সকাল সাতটায়। আমি মাঠ দেখতে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল, দু’ঘণ্টা পরেই ওখানে যাব। চার ঘণ্টা পরেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যাবে। হয় কাপ থাকবে না হয় থাকবে না।

২০২৩ সালে একদিনের বিশ্বকাপে খুব কাছে গিয়েও ট্রফি জেতা হয়নি ভারতীয় দলের। অস্ট্রেলিয়ার কাছে হেরে কাপ জয়ের স্বপ্ন অধরাই থাকে। ভারতীয় দলের সেই ধাক্কার পরেই কোচের পদ থেকে সরে যেতে চেয়েছিলেন রাহুল দ্রাবিড়, কিন্তু তাকে আটকান ভারতীয় দলের ক্রিকেটাররা। তখন বলেছিলেন, ঠিক ছ’মাস পরে আর একটা বিশ্বকাপ রয়েছে।

আমরা সকলে মিলে এত দূর এসেছি। আমাদের আর এক বার চেষ্টা করি উচিত। আমাদের অনুরোধে রাহুল কোচ থাকতে রাজি হন। খুব খুশি হয়েছিলাম। আমি নিশ্চিত রাহুল দ্রাবিড় এখনো মনে করেন, সে দিন আমাদের কথায় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।


রোহিত বলেন, ১৩ বছর দীর্ঘ সময়। অনেকের ক্রিকেটজীবনই ১৩ বছরের হয় না। বুঝতেই পারছেন আমাদের একটা বিশ্বকাপ জিততে কত দিন অপেক্ষা করতে হয়েছে। আর আমি তো আগের বিশ্বকাপটা জিতেছিলাম ২০০৭ সালে। তো সেই দীর্ঘ অপেক্ষার পর স্বপ্নপূরণের স্মৃতি চির অমলিন।

20:16