বঙ্গবার্তা ব্যুরো,
ক্রমশই রাজনৈতিকভাবেই উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। ইতিমধ্যেই সেই দ্বীপ নিজেদের দখলে নেওয়ার কথা ঘোষণা করেছেন ট্রাম্প।এবার আমেরিকার পাশে দাড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়ে দিয়েছেন যে, এটি দুটি নির্দিষ্ট দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের বিষয়।এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। অথচ এতদিন গ্রিনল্যান্ড দখলের জন্য চিন ও রাশিয়ার জুজু দেখাচ্ছিল আমেরিকা। এমন কী শুক্রবার গ্রিনল্যান্ডে গিয়েও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন যে তিনি ‘আর্কটিকের নিরাপত্তায় সত্যি আগ্রহী। যদি যুক্তরাষ্ট্র এই অঞ্চলের নেতৃত্ব না নেয়, তবে চিন ও রাশিয়ার মতো শক্তিগুলো সেই নে গ্রহণ করবে।

পুতিন ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় কোনো আপত্তি না করায় বিশ্ববাসীকে অবাক করে দিয়েছেন।একসময়কার চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র এখন একে অপরের প্রতি নরম মনোভাব দেখাচ্ছে। এমনকি কিছু বিষয়ে একমতও হচ্ছে দুই দেশ।তবে মার্কিন বিদেশনীতির কথা বলতে গিয়ে পুতিন বলেন, “গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার পরিকল্পনা গুরুতর। এই পরিকল্পনার ঐতিহাসিক শিকড় আছে।” পাশাপাশি আর্কটিক অঞ্চলে ভূরাজনৈতিক প্রতিযোগিতা তীব্র হচ্ছে বলেও জানিয়েছেন পুতিন।
তবে গ্রিনল্যান্ড স্পষ্ট করে দিয়েছে যে তারা এই দখলদারি মানবে না। অন্যদিকে ডেনমার্কও গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব ও চাপ প্রত্যাখ্যান করেছে।গ্রিনল্যান্ডে আমেরিকা-বিরোধী মনোভাব ছড়িয়ে পড়ায় সেখানে ব্যাপক বিক্ষোভ হয়েছে যা সেখানকার ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ বলে নানা রিপোর্টে উঠে এসেছে।