ট্রাম্প যুদ্ধবিরতির আশা দেখালেও থামছে না ইজরায়েল

বঙ্গবার্তা ব্যুরো,
গাজা উপত্যকায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ইজরায়েলি হামলায় অন্তত ৭৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তারমধ্যে ১৪ জন ত্রানের জন্য অপেক্ষা করছিলেন বলে জানিয়েছে গাজার আল আকসা শহীদ হাসপাতাল ও আল-আওদা হাসপাতালের চিকিৎসকরা।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজা যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি হচ্ছে এবং যুদ্ধবিরতির চুক্তি শীঘ্রই সম্পন্ন হবে। তবে গাজার কেন্দ্রে নেতসারিম জংশনের কাছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ এর একটি বিতরণকেন্দ্রের সামনে অপেক্ষমাণদের ওপর ইজরায়েলি বাহিনী গুলি চালায়। সমালোচকরা এই বিতরণকেন্দ্রগুলোকে আখ্যা দিয়েছেন মৃত্যুকূপ ও মানব বধ্যভূমি।

জিএএইচএফের বিতরণকেন্দ্রগুলির অবস্থান ইজরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক ও স্নাইপার ঘেরা এলাকায় হওয়ায় জনসমাগমের সময় সাধারণ নাগরিকের জীবন ঝুঁকি তৈরি হয়।


২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইরায়েলি আক্রমণে অন্তত ৫৬ হাজার ১৫৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩২ হাজার ২৩৯ জন আহত হয়েছেন। নিখোঁজ আরো কয়েক হাজার মানুষ, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।


নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, তার প্রত্যাশা গাজা নিয়ে ভালো কিছু হচ্ছে, বিশেষ করে ইরানে আমরা যে হামলা চালিয়েছি, সেটা এই অঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলছে।


ট্রাম্প জানান, তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ তাকে জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি এখন খুব কাছাকাছি। কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইজরায়েলের মধ্যে আলোচনা এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা।

03:39