ডিভিশন বেঞ্চেও হার রাজ্য সরকারের দাগীরা বসতে পারবে না পরীক্ষায়

বঙ্গবার্তা ব্যুরো,

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের চাকরি হারানো দাগী শিক্ষকরা পরীক্ষায় বসতে পারবে না। জানাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চে বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায়কেই বহাল রেখেছে।

দাগি শিক্ষকদের পরীক্ষায় বসার পক্ষে সওয়াল করেছিলেন রাজ্য ও কমিশনের আইনজীবীরা। বিচারপতিরা কমিশনের আইন জিবিদের কাছে প্রশ্ন তোলেন, জালিয়াতি করেছেন, অনৈতিক আচরণ করেছেন এমন শিক্ষকদের কি ফের পরীক্ষায় বসতে দেওয়া উচিত ? বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য্য জানান দাগিদের অংশগ্রহণ নিষিদ্ধ হয়েছে।

15:22