ডুরান্ড কাপে নাও খেলতে পরও মোহনবাগান এসজি, কিন্তু কারণ কী?

আসন্ন মরশুমে আইএসএল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এরই মধ্যে সূত্রের মারফৎ জানা যাচ্ছে ডুরান্ড কাপে নাও খেলতে পরও মোহনবাগান এসজি। সরকারি ভাবে কিছু না জানালেও, সূত্রের খবর সেনার এই টুর্নামেন্টে খেলবে কিনা তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট।
এই না খেলার পিছনে একাধিক কারণ রয়েছে। এক নম্বর কারণ আইএসএল এর ভবিষ্যৎ এই মুহূর্তে বিশ বাঁও জলে। ভারতীয় ফুটবলের রোডম্যাপ কি হতে চলেছে, সেই নিয়ে পাওয়া যাচ্ছে না ঠিকঠাক ধারণা।

এই জটিলতার কারণে বিদেশিদের কবে আনবে, সে নিয়ে চিন্তায় মোহনবাগান ম্যানেজমেন্ট।

তাছাড়া আরও একটি বিষয় রয়েছে। এমনিতেই প্রাক মরশুম প্রস্তুতির জন্য মাঠ একটা সমস্যার। কারণ ডুরান্ড শুরু হয়ে গেলে যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ড সেনাবাহিনী নিয়ে নেবে। এর ফলে সিনিয়র দল কবে থেকে অনুশীলন শুরু করবে তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে।

গত দুই বছর ডুরান্ড কাপের শুরুতে রিজার্ভ দলের ফুটবলারদের খেলাত মোহনবাগান, পরে ইস্টবেঙ্গল ম্যাচ বা নকআউট পর্বের ম্যাচে প্রথম দলের ফুটবলারদের মাঠে নামাত।

একই সঙ্গে আরও কারণ উঠে আসছে
গত মরশুমে ডুরান্ড কমিটির পক্ষ থেকে মোহনবাগান টিম ম্য়ানেজমেন্টের সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল, তাতে সবুজ-মেরুন ব্রিগেড একেবারেই খুশি হতে পারেনি।এর ফলে ডুরান্ড কমিটির সঙ্গে মোহনবাগানের ইতিমধ্যেই একটি দুরত্ব তৈরি হয়েছে। সব মিলিয়ে ডুরান্ড খেলতে খুব একটা আগ্রহী নয় মোহনবাগান এই পরিস্থিতিতে যুব দল খেলিয়ে একটা মানরক্ষা করতে পারে তবে ভারতীয় ফুটবলে রোড ম্যাপ যেভাবে গভীর অন্ধকারে রয়েছে তাতে সমস্যায় মোহনবাগান ক্লাবও

04:40