ডোমিনিকান রিপাবলিকে নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী, বাড়ছে উদ্বেগ

বঙ্গবার্তা ব্যুরো,
ডোমিনিকান রিপাবলিকে খোঁজ মিলছে না ভারতীয় বংশোদ্ভূত তরুণী সুদীক্ষা কোনাকির। বৃহস্পতিবার, পুণ্টা কানার রিউ রিপাবলিকা হোটেলের সমুদ্র সৈকতে তাঁকে শেষবার দেখা গিয়েছিল বলে জানা গেছে। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের এই ২০ বছর বয়সী ছাত্রী তাঁর পাঁচ বন্ধুর সঙ্গে পুন্টা কানার রিউ রিপাবলিকা হোটেলে ছিলেন। তাঁকে সর্বশেষ ৬ মার্চ ভোর ৪টার দিকে বিচ পার্টিতে দেখা যায়। বন্ধুরা ফিরে এলেও সুদীক্ষা কিছু ব্যক্তির সঙ্গে পার্টিতে থেকে যান, এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া মেলে নি।
সুদীক্ষার বাবার শঙ্কা যে এটি অপহরণ বা মানব পাচারের ঘটনা হতে পারে এবং তাঁর কন্যার জীবনের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। স্থানীয় প্রশাসন সুদীক্ষাকে খুঁজে পেতে সমুদ্র ও বিচ এলাকায় তল্লাশি চালাচ্ছে এবং আকাশপথেও নজরদারি করছে। পার্টির স্থানে সিসিটিভি ফুটেজ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, যা তদন্তে সহায়তা করতে পারে। পিটসবার্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ডমিনিকান প্রজাতন্ত্রে ভারতীয় দূতাবাস সুদীক্ষার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।