ড্র দিয়ে আইএসএলে অভিযান শেষ করল মহমেডান । প্রথমবার দেশের একনম্বর লিগে খেলতে এসে ১৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে শেষ করল মহমেডান। কিশোরভারতী স্টেডিয়ামে পঞ্জাব এফসিকে ২-২ গোলে রুখে দিল মেহেরাজউদ্দিনের ছেলেরা। পঞ্জাবের হয়ে গোল পুলগা ভিদাল এবং লুকা মাচিনের। মহমেডানের হয়ে গোল সামারবেক এবং রবি হাঁসদার। পঞ্জাব এফসি শেষ করল ২৮ পয়েন্টে। সোমবার কিশোরভারতী স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিংয়ের নজির রাখল প্রত্যাবর্তনের। আইএসএলে প্রথম গোলের স্বাদ পেলে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের স্ট্রাইকার রবি হাঁসদা।
শুরুর নয় মিনিটের মধ্যে পুলগা ভিদালের গোলে এগিয়ে যায় পঞ্জাব। এই সময় অনায়াসে পঞ্জাব আক্রমন মহমেডান রক্ষনে আছড়ে পড়ছিল। পদম ছেত্রী অপ্রতিরোধ্য না হলে পঞ্জাব ব্যবধান বাড়াতে পারত। লুকা মাচিনের পা থেকে নিশ্চিত গোল বাঁচানো ছাড়াও বেশ কয়েকটি আক্রমন পদমের হাতে আটকে যায়।
বিরতির পরে আদিঙ্গার ভুল পাস থেকে পঞ্জাবকে এগিয়ে দেন লুকা। দুগোলে পিছিয়ে থাকা অবস্থায় সাদা কালো শিবির ফিরতে পারে তা বিশ্বাস করার লোক সেইসময় কিশোরভারতী স্টেডিয়ামে ছিল না। সমর্থকদের ভুল প্রমাণ করতেই সাদা কালো ব্রিগেডের প্রত্যাঘাত। সামারবেক ব্যবধান কমান। এরপর রবি হাঁসদার ম্যাজিক। ফ্রাঙ্কার সঙ্গে পাস খেলে বক্সের মধ্যে ছোট্ট টার্ন নিয়ে জোরালো শটে গোল রবির। সন্তোষ ট্রফি থেকে আইএসএল মঞ্চে গোলের স্বাদ,রবির উত্তরণ আদতে বাঙালি স্ট্রাইকারদের অক্সিজেন যোগাবে।