দলকে না জানিয়ে প্রতিনিধি দলে সাংসদ নির্বাচন,তাই নাম প্রত্যাহার দাবি তৃনমূলের

Published By Subrata Halder, 19 May 2025, 04:09 pm

বঙ্গবার্তা ব্যুরো,

পাকিস্তান মদতে সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে ভারতের পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানালেও, এ বিষয়ে গঠিত প্রতিনিধি দল নির্বাচন নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সন্ত্রাসবাদ দমনে এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় কেন্দ্র যে কোনও সিদ্ধান্ত নিক, তৃণমূল কাঁধে কাঁধে মিলিয়ে সরকারের পাশে থাকবে, কিন্তু কোন রাজনৈতিক দল থেকে কে প্রতিনিধি হবেন, তা সংশ্লিষ্ট দলই স্থির করবে, কেন্দ্র নয়।
এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কে কী বলেছেন আমি জানি না, কিন্তু এটা স্পষ্ট করে বলতে চাই, সন্ত্রাসবাদের মোকাবিলায় এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় কেন্দ্র যে কোনও সিদ্ধান্ত নিক, তৃণমূল কংগ্রেস সরকারের পাশে থাকবে। তিনি পাকিস্তানের শান্তি বিঘ্নিত করার চেষ্টার তীব্র নিন্দা করেন।
তবে, এই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিনিধি দল পাঠানো নিয়ে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রকের একতরফা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সমালোচনা করেন তিনি। অভিষেক বলেন, যদি প্রতিনিধি দল যায়, আমাদের তাতে কোনও আপত্তি নেই। যেভাবে পাকিস্তানের দিক থেকে সন্ত্রাসবাদী হামলা হচ্ছে, তা নিয়ে বিশ্বের মঞ্চে বার্তা রাখা দরকার। কিন্তু আমার দল থেকে কে যাবেন, সেই সিদ্ধান্ত পার্টি নেবে। কেন্দ্র বা কেন্দ্রীয় সরকার এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না কোন দল থেকে কোন প্রতিনিধি যাবেন।
বিজেপি নেতৃত্ব তাদের দল থেকে কারা যাবে, সেই সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু কংগ্রেস, ডিএমকে, আমআদমি পার্টি, তৃণমূল কংগ্রেস বা সমাজবাদী পার্টির তরফ থেকে কারা যাবেন, এটার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলগুলিরই নেওয়া উচিত। এক্ষেত্রে কেন্দ্রের উচিত ছিল সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে উঠে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করা এবং সংকীর্ণ মানসিকতা পরিহার করা।
অভিষেক বলেন, কেন্দ্রের তরফে একজন প্রতিনিধি চাওয়া হলে আমরা পাঁচজনের নাম দেব। কিন্তু কেন্দ্রকে নিজেদের শুভ উদ্দেশ্য দেখাতে হবে এবং ব্যাপকভাবে সব বিরোধী দলকে আলোচনার জন্য ডাকতে হবে। তিনি প্রশ্ন তোলেন, তৃণমূলের প্রতীকে জয়ী কোনো প্রতিনিধিকে কেন্দ্র কীভাবে ঠিক করে দেবে? বিরোধীদের মতামত নিতে হবে কেন্দ্রকে, দলই বলতে পারবে কে কোন বিষয়ে কথা বলার উপযুক্ত। কাউকে অসম্মান না করেই তিনি জানান, দলের সঙ্গে কথা বলে প্রতিনিধিদল নিশ্চিত করা প্রয়োজন।
প্রতিনিধি দল থেকে নাম তুলে নেওয়া নিয়ে বয়কটের জল্পনা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানান, এটার এরকম ব্যাখ্যা একেবারেই করা উচিত নয় যে তৃণমূল বয়কট করেছে। তৃণমূল কখনই বয়কট করেনি। তৃণমূল একমাত্র দল যারা এই প্রতিনিধি দলের বিষয়টি নিয়ে রাজনীতি করেনি, যেখানে শাসক থেকে বিরোধী অনেকেই এটা নিয়ে রাজনীতি করেছে। দেশের প্রশ্নে রাজনীতির কোনও জায়গা নেই বলে মন্তব্য করেন।