‘দাগি’ সিনেমায় একেবারে নতুন ভূমিকায় আফরান নিশো, গাইলেন গান:

Upload By Jyotirmay Dutta at 26th March 2025 ,12:41 Pm IST

বঙ্গবার্তা ব্যুরো,
ভক্তদের রীতিমতো চমকে দিলেন অভিনেতা আফরান নিশো।এবার নাটকে অভিনয়ের সেই চেনা গলি থেকে বের হয়ে একদম অন্য ভূমিকায় দেখা গেল তাঁকে।এবার সিনেমায় গান গাইলেন নিশো।ঈদের ‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন আফরান নিশো।রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।বুধবার ‘দাগি’ সিনেমার গানটি অনলাইনে প্রকাশ পেয়েছে।
গানের কথা—‘তোমাদের চোখে দাগি/সমাজের চোখে দাগি/যতবার খুশি মারো, তত বারবার জাগি’।‘দাগি’ সিনেমার দাগি হয়ে নিজের কথাগুলোই আফরান নিশো বলেছেন গানে। বাংলাদেশের সংবাদমাধ্যমে সেদেশের এই বিখ্যাত অভিনেতা বলেছেন, ‘এটা আমার জন্য এক রকম সারপ্রাইজই ছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলেন, কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল।’
শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমার অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।