দান

অমৃত কথা

দান কর, কিন্তু দীন হয়ে প্রত্যাশা না রেখে — তোমার অন্তরে দয়ার দরজা খুলে যাক।
দয়া হিসাবে দান অহঙ্কারের পরিপোষক।
যিনি কাতরভাবে তোমার দান গ্রহণ করেন, গুরুরূপে তিনি তোমার হৃদয়ে দয়া ভাবের উদ্বোধন করেন, অতএব কৃতজ্ঞ হও।
যাকে দান করবে তার দুঃখ অনুভব করে সহানুভূতি প্রকাশ কর, সাহস দাও, সান্ত্বনা দাও, পরে যা’ সাধ্য যত্ন-সহকারে দাও — প্রেমের অধিকারী হবে, দান সিদ্ধ হবে।
দান করে প্রকাশ যত না কর ততই ভাল, অহঙ্কার থেকে রক্ষা পাবে।
অপরের মঙ্গল-কামনাই নিজ মঙ্গলের প্রসূতি।
যাচ্ঞাকারীকে ফিরিয়ো না। অর্থ, না হয় সহানুভূতি, সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা, যা-হয় একটা দাও – হৃদয় কোমল হবে।
ধনী হও ক্ষতি নাই, কিন্তু দীন এবং দাতা হও। অহঙ্কারী ধনী মলিনতার দাস, তাই জ্ঞানকে উপেক্ষা করে। ধনবান যদি অহঙ্কারী হয়, সে দুর্দ্দশায় অবনত হয়। ‘সত্যানুসরন’

23:04