দিলজিৎ সিনেমা বিতর্কে অভিনেত্রী সোনাক্ষীর কড়া প্রতিক্রিয়া

বঙ্গবার্তা ব্যুরো,
ভিন্ন ধর্মে বিয়ে করে ইতিমধ্যেই সমালোচিত হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা। তার স্বামী জহির ইকবাল মুসলমান। সোনাক্ষির বিয়েতে তাই অনুপস্থিত ছিলেন তার দুই ভাই। কাশ্মীরের পহেলগামে নিরাপরাধ পর্যটকদের উপর হামলার কড়া নিন্দা করেছিলেন অভিনেত্রী।

হামলার ঘটনার পরেই ভারত পাকিস্তানের শিল্পীদের সাংস্কৃতিক আদানপ্রদানও বন্ধ হয়ে যায়। সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জের সর্দারজি ৩ সিনেমা নিয়ে চারদিকে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে । কারণ সিনেমার নায়িকা হানিয়া আমির, যিনি পাকিস্তানি অভিনেত্রী। ভারতে এই সিনেমার মুক্তি নিষিদ্ধ হয়েছে। পাকিস্তানের শিল্পীরা এর তীব্র প্রতিবাদও জানিয়েছেন, পক্ষ নিয়েছেন দিলজিতের।

সিনেমার নায়িকা হানিয়া আমিরের অসংখ্য ভক্তও রয়েছে ভারতে। তারাও এ সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত। কিন্তু পাকিস্তানি অভিনেত্রী অপারেশন সিঁদুরের সমালোচনা করায় বিষয়টি সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেয়। তার অভিনীত সর্দারজি ৩ সিনেমা নিষিদ্ধের দাবি ওঠে।

গত ১১ই জুন সেন্সর বোর্ডের কাছে এফডব্লিউআইসিই এই সিনেমাকে ছাড়পত্র না দেওয়ার আবেদন জানায়। শেষ পর্যন্ত সিনেমাটি ছাড়পত্র পায়নি। দিলজিৎ নিজেই জানিয়েছেন, এই সিনেমা শুধু আন্তর্জাতিক ক্ষেত্রে মুক্তি পাবে।
পাকিস্তানের ইসলামাবাদ, করাচি ও লাহোরের মতো শহরে মুক্তি পেয়েছে এই পাঞ্জাবি সিনেমা। অনেক পাকিস্তানি অভিনেতা দিলজিতের পক্ষ নিয়েছেন। এ প্রসঙ্গে সোনাক্ষীর কড়া জবাব তারা কি ভারতের শিল্পীদের তাদের দেশে কাজ করতে দেন ? আমি আমার দেশের সার্বভৌমত্ব এবং দেশের সিদ্ধান্তের পক্ষে।

12:53