বঙ্গবার্তা ব্যুরো,
দিল্লিতে আম আদমি পার্টির হারের পর এই ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে আপের হারের জন্য তিনি যেমন কংগ্রেসকে দায়ী করেছেন তেমনই এই প্রসংগে হরিয়ানা নির্বাচনের কথাও সামনে এনেছেন।তৃণমূল নেত্রী এদিন বলেন দিল্লিতে কংগ্রেস যদি আরও নমনীয় হত তাহলে এই ফল হত না। এর পাশাপাশি তিনি বলেন হরিয়ানাতেও আপ যদি কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলত তাহলে বিজেপি জিততে পারত না। তৃণমূল নেত্রীর এদিনের মন্তব্য থেকে রাজনৈতিক মহলের ধারণা পোড় খাওয়া এই রাজনীতিক বিরোধীদের জোটের গুরুত্ব বুঝতে পারছেন। সেই জন্যই দিল্লি ভোটে আপের হারে কংগ্রেসকে দোষ দেওয়ার পশাপাশি আট মাস আগে হয়ে যাওয়া হরিয়ানা ভোটেরও উল্লেখ করেছেন। সেই ভোটে আপের যে কংগ্রেসের সঙ্গে আপস কারা উচিত ছিল এদিন তাঁর কথায় সে রকমই ইঙ্গিত ছিল।এদিকে দিল্লিতে আপকে ইন্ডিয়া জোটের শরিক হিসেবে তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সমর্থন জানিয়েছিল।অখিলেশ যাদব আপ নেতা কেজরিওয়ালের সঙ্গে রোড শোও করেছিলেন।