দিল্লি জয়ে মোদীর হাতিয়ার সীতার বাজেট

বঙ্গবার্তা ব্যুরো,
দিল্লি বিধানসভা ভোটে জিততে এবার সীতারামনের বাজেটকেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী। রবিবার দিল্লির আর কে পুরম এলাকায় নির্বাচনী প্রচার সারেন নরেন্দ্র মোদী । সেখানেই তিনি দিল্লিবাসীর মন জয়ে সীতারামনের বাজেটের উল্লেখ করেন। এদিন তাঁর বক্তব্যের প্রায় পনের মিনিট শুধু বাজেট নিয়েই কথা বলেন। বিশেষ করে বাজেটে ১২ লাখ টাকা আয়কর ছাড়ের কথা তিনি বার বার উল্লেখ করেন।এই কর ছাড় সাধারণ, মধ্যবিত্ত মানুষকে কতটা সাহায্য করবে তা ব্যাখ্যা করেন তিনি।
মোদী এদিন নিজেকে পূর্বাঞ্চলের সাংসদ বলেও দাবি করেন। তিনি বলেন, পূর্বাঞ্চলের মানুষ তাঁকে সংসদে পাঠিয়েছেন। তিনি তাঁদেরই লোক। এই সঙ্গেই তিনি এবারের বাজেটে বিহারের জন্য কত কী বরাদ্দ করা হয়েছে তা বিস্তারিত ব্যাখ্যা করেন।নিজেদের বাজেট স্তুতির পাশাপাশি তিনি আম আদমি পার্টির কড়া সমালোচনা করেন। তিনি বলেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মানুষের সম্পদ লুঠ করেছেন। মানুষ এই লুটেরাকে আর সুযোগ দেবে না। এর পাশাপাশি তাঁর দাবি যাঁরা দিল্লি লুটেছেন, তাঁদের সেই লুটের ধন ফেরত দিতে হবে। তিনি বলেন, বসন্ত পঞ্চমীর দিন মৌসম বদলাতে থাকে। তিনি বলেন, একবার বিজেপিকে সেবা করার সুযোগ দিন , আপনাদের সব সমস্যার সমাধান হবে।
এসবের পাশাপাশি দিল্লির মানুষকে তিনি অষ্টম বেতন কমিশনের কথাও শুনিয়ে রাখেন। তিনি বলেন, আপনাদের বেতন , পেনশন সব কিছুই বাড়বে। প্রবীন নাগরিকদের জন্য তাঁর সরকার যে সব সুবিধা দিয়েছে তারও উল্লেখ করেন
মোদী।

00:29