বঙ্গবার্তা ব্যুরো,
দোল উপলক্ষে মন্ত্রীসভার সদস্যদের নিজের এলাকায় আরো বেশি করে সময় দেওয়ার জন্য বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যখন ধর্ম নিয়ে জোরদার আলোচনা। একদিকে রমজান মাস অন্যদিকে দোলযাত্রার পবিত্র অনুষ্ঠান। এই দুই এর আবহে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগে থেকেই পুলিশ এবং প্রশাসনকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিসভার সদস্যদেরও সতর্ক করলেন তিনি। প্রসঙ্গত গতকাল হোলি ও দোলযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য ছিল, আমরা সব ধর্মকে সম্মান করি সব ধর্মকে নিয়ে চলি। এই পরিবেশ পরিস্থিতি যাতে নষ্ট না হয় সে দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে।
আজ মন্ত্রিসভার বৈঠকেও সম্প্রীতির পরিবেশকে অক্ষুন্ন রাখতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মন্ত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধদের। তিনি বলেন, দোল সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের আবহে এই পালিত হোক গোটা বাংলায়। দলের দিন সবাই নিজের এলাকায় থাকুন। রমজান মাস শুরু হয়ে গেছে। তার উপর আগামীকাল জুম্মাবার রয়েছে। দোলযাত্রা এবং জুম্মার নামাজ যাতে শান্তিপূর্ণভাবে হয় সেটা দেখতে হবে। একই সঙ্গে দোল বা হোলির ক্ষেত্রেও কোথাও যেন কোন অশান্তির ঘটনা না ঘটে দেখতে হবে। কেউ কেউ অশান্তি তৈরি করার চেষ্টা করতে পারে। মন্ত্রী এবং বিধায়ক নিজের এলাকায় থাকুন। কেউ কোন প্ররোচনা দেওয়ার চেষ্টা করলে তাতে পা দেবেন না। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সতর্ক থাকতে হবে। এলাকার শান্তি বজায় রাখার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ রাখুন।
এদিন এই মন্ত্রিসভার বৈঠক থেকেই দীঘার জগন্নাথ ধামে একটি নতুন পুলিশ ফাঁড়ি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূলত জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই সেখানে প্রচুর মানুষ বা পূন্যার্থীরা আসবেন। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই পুলিশ ফাঁড়ি তৈরীর বিষয় সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে জগন্নাথ ধামের কথা মাথায় রেখে এদিন কয়েকটি নতুন নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

