
বঙ্গবার্তা ব্যুরো,
পশ্চিমবঙ্গের অন্যতম পুরনো এবং জনপ্রিয় বাজার নিউমার্কেট। ব্রিটিশ আমলে এই বাজার ছিল সাহেবদের পছন্দের জায়গা। যার সঙ্গে জড়িয়ে রয়েছে অতীতের অনেক স্মৃতি। এবার খুব শীঘ্রই নিউমার্কেট সংস্কারের কাজ শুরু হবে। সোমবার রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের প্রশ্নের উত্তরে একথা জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ২১ নভেম্বর ২০২৩ সালে রাজ্য সরকারের তরফ থেকে এই ঐতিহ্যবাহী বাজার সংস্কারের জন্য ২৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে এই সংস্কার কাজ করার জন্য পরামর্শদাতা হিসাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়োগ করা হয়েছে। মন্ত্রী বলেন এই কাজ সঠিক ভাবে করতে বেশ কিছু দোকানদারকে পুনর্বাসন দেওয়া হবে। মূলত এই পুনর্বাসনের পরেই কাজ গতি পাবে। তিনি বলেন কিভাবে সংস্কারের কাজ করা হবে তা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পরিকল্পনা নেওয়া হবে তারপরই এই সংস্কারের কাজ শুরু হবে। অপূর্ব সরকার এদিন অতিরিক্ত এই প্রশ্ন করেছিলেন যে স্থানীয় ব্যবসায়ীদের দাবী এসি মার্কেটের ভিতরে অত্যন্ত গরমের কারণে ঠিকমতো কাজ করা যায় না। অতএব সে ক্ষেত্রে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসানোর বিষয়ে কিছু ভাবনা চিন্তা রয়েছে কি না। জবাবে ফিরহাদ হাকিম বলেন,ক্রেতা-বিক্রেতা উভয়েরই অত্যন্ত পছন্দের জায়গা নিউমার্কেট। দিন-রাত সবসময় এখানে মানুষের ভীড় লেগে রয়েছে। তাই নিউ মার্কেটকে সংস্কার করে নতুন ভাবে সাজিয়ে তোলার দায়িত্ব নিয়েছে পুরসভার বাজার বিভাগ। তাদের পরামর্শদাতা হিসাবে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল। সংস্কারের সময় এসির বিষয়টিও মাথায় রাখা হবে।
তিনি আরো জানিয়েছেন, নিউ মার্কেটের অন্যতম আকর্ষণ ক্লক টাওয়ার। সেটিকে কীভাবে সংস্কার করা হবে তা খতিয়ে দেখছেন এই বিশেষজ্ঞ দল। ভূমিকম্প বা কোনওরকম প্রাকৃতিক দুর্যোগে নতুন ভাবে নির্মিত হতে চলা নিউ মার্কেট যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য মাটির নীচে চারপাশে দীর্ঘ টাই বিম বসানোর সুপারিশ করেছেন যাদবপুরের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারেরা। এক্ষেত্রে সেই বিষয়টি খতিয়ে দেখা হবে।

